আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে গাজীপুর মহানগর প্রেসক্লাবের শোক বার্তা 

গাজীপুর প্রতিনিধ : গাজীপুরের কৃতি সন্তান অভিনেতা আহমেদ রুবেল (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থিয়েটারের সদস্য আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের প্রফেসার আয়েশ উদ্দিন। রুবেল ছোটবেলা থেকেই গাজীপুরে ও পরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার প্রথম নাটক স্বপ্নযাত্রা’ হুমায়ুন আহমেদের পোকা নাটকে গোড়া মজিদের চরিত্র দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি নাটক, চলচিত্র ও মঞ্চনাটকে অভিনয় শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি পেয়ারার সুভাস চলচিত্র মুক্তির অপেক্ষায়। ঢাকায় একটি মাল্টিপ্লেক্সে পেয়ার সুভাস চলচিত্রে পদর্শনীতে যাওয়ার সময় সে হৃদরোগে আক্রান্ত হন। গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান, সাধারণ সম্পাদক এম আকতারুজ্জামান বলেন শিল্পী আহমদ রুবেল কে হারিয়ে গুণী শিল্পী হারিয়েছি, যা অপূরণীয়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার এ অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানাই, এবং শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ