আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এল এ চেইনী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি:ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল মধ্যে এল এ চেইনী আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর বৈকালী ইউসেপ খুলনা রিজিওন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে জয় লাভ করে। সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কার পেয়েছেন এম এ মজিদ টেকনিক্যাল স্কুলের মো: সুমন ফারাজী। খেলায় লাইন্সম্যান হিসেবে কর্তব্যরত ছিলেন পিন্টু গাইন ও শিক্ষক মো: কামরুজ্জামান। এছাড়া রেফারির দায়িত্বে ছিলেন ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মো: রাশেদুল হাসান।
ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদ, খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মো: আবুল হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসেপ খুলনা রিজিয়নের নিয়োগকর্তা কমিটি, উজান ও চেয়ারম্যান, নির্বাহী পরিচালক- মোঃ মনসুর আলম চৌধুরী, কসমো কনজুমার পোডাক্ট লিমিটেড ডিভিশনাল সেলস ম্যানেজার (সাউথ জোন) মির্জা মিজানুর রহমান, কসমো কনজুমার পোডাক্ট লিমিটেড পরিবেশক আলী আজম মিঠু, হ্যামকো কর্পোরেশন লিঃ মার্কেটিং এ্যান্ড সেলস শেখ রওশন মুরাদ।
বিভিন্ন স্কুলের প্রশিক্ষক সহ পাঁচ শতাধিক প্রশিক্ষণার্থী এ খেলায় উপস্থিত ছিলেন। ধারা ভাষ্যে ছিলেন পরিতোষ কুমার দে এবং আলী আজম মিঠু। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম খুলনা টিভি লাইভ (কেটিভি) ও দৈনিক খুলনা। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রিয়াংকা দত্ত।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ