আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় আইনী সহায়তা কেন্দ্র আসকের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

নাজিম সরদার,বিশেষ প্রতিনিধি:খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতিসংঘ নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১১ টায় মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এ র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ হাদিস পার্কে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। পথ সভায় সভাপতিত্ব করেন আসক খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ কারুজ্জামান জুয়েল। সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন গ্লোবাল খুলনার সভাপতি শাহ্ মামুনুর রহমান তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক মোঃ নূর হোসেন জনি, এশিয়ান টিভি’র ফকিরহাট প্রাতিনিধি মোঃ নাসির উদ্দিন, দৈনিক খুলনা অঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন খান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ রাজু আহমেদ, মোঃ রবিউল মুন্সি, অমিত কুমার দাস, মাহমুদুল হাসান শামিম, ইঞ্জিঃ মাসুম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম মিনার, মোঃ নাজিম সরদার, মোঃ মাসুম সরদার, পিয়া জামান, খুকু মনি, রানী সিকদার, সুমি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল—মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আসক ফাউন্ডেশন যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ