আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চৈত্র মাসের প্রচণ্ড গরমে লোডশেডিং এর ফলে কর্ণফুলীর মানুষের জীবন বিপন্ন

সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফী, বিশেষ প্রতিনিধি  :

চট্রগ্রাম দঃ জেলার কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের দিনকাল এখন কঠিন হয়ে পড়েছে। শিশুরাও ঘনঘন লোডশেডিংয়ের কারণে রাতে কিংবা দিনে একটানা পরিপূর্ণভাবে ঘুমাতে পারছে না। পবিত্র রমজানের সেহরি ও ইফতার কোন কিছুই লোডশেডিং থেকে বাদ পড়ছে না। গরমের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে কর্ণফুলী উপজেলার মানুষ। অথচ দেখার কেউ নেই!

কর্ণফুলী বাসীদের এই লোডশেডিং এর নাকাল থেকে রক্ষায় এগিয়ে আসছে না। কোন মহল বা বিদ্যুৎ বিভাগ।

প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ছয় থেকে সাতবার লোডশেডিং হচ্ছে। চৈত্র মাসের শেষের প্রচণ্ড গরমে কর্ণফুলী বাসীর প্রাণ অতিষ্ঠ।

উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি গ্রামে সমানতালে চলছে লোডশেডিং।

১নং শিকলবাহা ইউনিয়ন, জুলধা ইউনিয়ন, চরলক্ষ্মা ইউনিয়ন, বড়উটান ইউনিয়ন, চরপাথর ঘাঠা, ইউনিয়ন এই পাঁচ ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা ঘটিত এলাকায় কি পরিমান যে লোডশেডিং হচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের কারণে কোন কোন এলাকা তিন দিন বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

প্রবল বৃষ্টিপাতের সময় আবহাওয়া কিছুটা শীতল ছিল, কিন্তু এলাকাবাসী ছিল বিদ্যুৎহীন অবস্থায় ও ছিল কিছু দিন

খোঁজ নিয়ে এবং সরজমিনে গিয়ে দেখা গেছে শুধু কর্ণফুলী উপজেলা না মোটামোটি চট্রগ্রাম দঃ জেলার মধ্যে সব উপজেলার একই অবস্থা।

চট্রগ্রাম কর্ণফলী বিদ্যুতের সমস্যার বিষয় জানার জন্য পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) এর মোবাইল ফোনে, একাধিকবার কল করা হলেও অপর প্রান্ত থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখার সময় পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) মন্তব্য নেওয়ার জন্য বারে বার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে বিদ্যুৎ কেন্দ্রে ফোন দিয়ে জানতে চাইলে এই লোডশেডিং ব্যাপারে তারা জানান,  সরবরাহের ঘাটতির কারণে লোডশেডিং পরিস্থিতি বাড়ছে।

কর্নফুলী বাসি এই তীবৃ গরমের লোডশেডিং থেকে থেকে বাঁচতে চায়। এবং বিদ্যৎ বিভাগের সকলের প্রতি আন্তরিকতা দেখানোর অনুরোধ জানিয়েছেন!

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ