আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জনবান্ধব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সুনাম অর্জন করে গেছেন ইউএনও মাসুম বিল্লাহ

আ: রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধি : হঠাৎ করেই একজন মানুষের কথা মনে পড়ে গেল। যে মানুষটি রূপসা উপজেলায় অনেক স্মৃতি রেখে গেছেন।

যার কথা আজও মানুষ মনে করে মো: মাসুম বিল্লাহ সাবেক সহকারী কমিশনার ভূমি, রূপসা।

বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

সারা বিশ্ব যখন ক্লান্তিকাল (করোনা) বহন করে চলছিল।
তেমনি একটি সময় তিনি রূপসায় যোগদান করেন।
যে সময়টিতে আদরের সন্তানকে দেখতেও ভয় পেতেন তার পিতা-মাতা।
সারা বিশ্ব যখন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছিল ঠিক সেই সময় তিনি রূপসায় যোগদান করেই সকল শ্রেণী পেশার মানুষের মন কেড়ে নিয়েছেন সরকারের দক্ষ ও জনগণের বন্ধু নামে খ‍্যাত মাসুম বিল্লাহ।

সহকারী কমিশনার ভূমিতে যোগদান করার পরেই উপজেলা নির্বাহী কর্মকতা নাসরিন আক্তার চিকিৎসার জন্য তিনি ভারতে যান।
ঠিক সেই মুহূর্তে দীর্ঘ একটা সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

যোগদানের পর থেকেই এলাকার মানুষকে খুব আপন করে নিয়েছিলেন। তার কর্মদক্ষতা, সততা ও ন্যায় নিষ্ঠতায় উপজেলার আবাল বৃদ্ধ বনিতাসহ সকল পেশাজীবি মানুষের মনি কোঠায় স্থান করে নিয়েছিলেন তিনি।

উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা হয়েও হয়েও তিনি মানুষের সাথে মিশেছেন সহজ স্বাভাবিকভাবে। তিনি মনযোগ সহকারে শুনেছেন উপজেলার সাধারন মানুষের কথা। চেষ্টা করেছেন তাৎক্ষণিকভাবে তা সামাধানেরও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিলো তার কর্মব্যস্ততা।

শুধু মানুষের সমস্যা সমাধানেই নয় উপজেলার উন্নয়নেও তিনি ছিলেন সচেষ্ট।

অত্যন্ত দক্ষতার সাথে উপজেলা প্রশাসনের দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন তিনি।

সততা, আদর্শ এবং নিষ্ঠার সাথে নিরলসভাবে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন । সাধারণ মানুষের প্রতি ছিল তাঁর অগাধ দরদ ও ভালবাসা।
অবিচল আস্থা হৃদয়ের সেতুবন্ধন নিজ দপ্তরের কাজকে জীবনের চেয়েও আপন মনে করেন তিনি। দেশ ও জাতির যোগ্য সন্তানের মানসে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে বলিয়ান এক কর্মবীর ইউএনও মাসুম বিল্লাহ ।

কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করেছেন দিন রাত।

জীবনের ঝুঁকি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করছেন। জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করে উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকাও পালন করছেন।

পার্শ্ববর্তী বাগেরহাট জেলায় তার জন্মভূমি। বিভিন্ন সামাজিক সংগঠন ও নিজ এলাকার লোকজন এবং আত্মীয় স্বজনসহ সূধীজন বন্ধুজন তাঁর অতীতের কর্মকান্ড নিয়ে গুনকীর্তন করেন।

করোনা মহামারির শুরু থেকে তিনি ছুটেছেন সচেতনতার বার্তা নিয়ে। দরিদ্র ও অভাবী মানুষের জন্য বাড়িয়েছেন সহায়তার হাত। শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, এতিম, দুঃখী, মেধাবী শিক্ষার্থীদের প্রতি ছিল তার সুদৃষ্টি, তাদের মুখে ফুটিয়েছেন হাসি।

শিশু-কিশোর থেকে তরুণ-তরুণী, যুব-যুবকদের তিনি ভালো কাজে যেমন উদ্বুদ্ধ করেছেন। তাই তিনি তরুণদের কাছে অনুপ্রেরণা ও আশীর্বাদ।
জনবান্ধব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছেন তিনি।

সততা ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ভূমি পদে দ্বিতীয় জন আর হয়ত হবে না বলে উপজেলাবাসী জানায়।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ