আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাগঞ্জে লোডশেডিংয়ে চরম ভোগান্তি

হাবিবুর রহমান হানিফ বকশী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। ভোগান্তিতে পড়েছে খামারি শিল্প কারখানা ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ।

জানা গেছে, গত মাসে ২৭মাচ হতে জ্বালানি সংকটের কারণে সারাদেশের ন্যায় বিদ্যুৎ লোডশেডিং সৃষ্টি হয়েছে। ইকরচালী জগদীশপুর গ্রামের দুগ্ধ খামারি মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, আমরা খামারিরা বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে করুন ভোগান্তিতে পড়েছি। বিদ্যুতের কারণে গরুর পরিচর্যা করতে কষ্ট হচ্ছে।

উত্তর হাজীপুর গ্রামের পোল্ট্রি খামারী লাবলু মিয়া বলেন, বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আমার খামারে অনেক মুরগীর ডিম পাড়া কমে গেছে, জেনারেটর দিয়ে বাড়তি খরচে এবার লোকসানের মুখে পড়তে হবে।

তারাগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার আশরাফুল হক জানান, বিগত চার দিন যাবত তারাগঞ্জ জোনাল অফিসের ভৌগোলিক এলাকায় ব্যাপক হারে (২৪ ঘন্টা) লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অত্র অফিসের আওতাধীন দুইটি উপকেন্দ্রের পিক আওয়ারের চাহিদা ১৮ মেগাওয়াট। তার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ৫.৫ মেগাওয়াট। অর্থাৎ প্রায় ৩৩ শতাংশ হারে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।

তারাগঞ্জ অফিসের আওতাধীন মোট গ্রাহক সংখ্যা ৭৯২৫০ জন। উল্লেখ্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে জানা যায়, গ্যাস ও জ্বালানী স্বল্পতায় অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং সৃষ্টি হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ