আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসায় গৃহবধূকে মাদক ব্যবসায়ীর হাতে মারধরের অভিযোগে। সংবাদ সম্মেলন

 মোঃ মাসুম সরদার,খুলনা : রূপসা উপজেলার রামনগর গ্রামের মাদক কারবারি তুলি ও তার স্বামী কর্তৃক শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩এপ্রিল বেলা ০৪ টায় রূপসা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাবেয়া বেগম ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নারী আমাকে তিনজন নারী ও একজন পুরুষ মিলে মারধর ও জখম করে, আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ৫৭ হাজার টাকা। তুলি বেগম ও তার স্বামী কিছুদিন আগে মাদকসহ খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের হাতে গ্রেপ্তার হয়। আসামীরা জামিনে মুক্তির পর থেকে বেপরোয়া হয়ে ওঠে। আমাকে নানাভাবে হয়রানী এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের দাবি আমি তাদেরকে মাদক সহ ধরিয়ে দিয়েছি। কিন্তু আমি এ ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। বলার পরেও তারা আমাকে বিভিন্নভাবে প্রাননাশের হুমকি দিচ্ছে।একারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা গত ১০ এপ্রিল আমাকে মারধর করে লীলা ফোলা যখম করে এবং যেকোন মুহুর্তে আমার ও আমার পরিবারের সদস্যদের হত্যা করবে অথবা জেল খাটবে বলে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছি। আসামীরা যে কোন সময় আমি সহ আমার পরিবারকে হত্যা করতে পারে বলে আশংকা করছি।সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের ঘটনার বিচার দাবী জানাচ্ছি।

এ ক্যাটাগরির আরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ